আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও হেয়াকোর সন্তান মির্জা আরফান উদ্দিন। তিনি ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী।
নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “আমার বিশ্ববিদ্যালয় জীবন অল্প কয়েকদিনের হলেও আমি উপলব্ধি করেছি আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পিছিয়ে আছি। শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ আবাসন, পর্যাপ্ত মেডিকেল সুবিধাসহ নানা সমস্যা সমাধানে প্রয়োজন একজন শক্তিশালী প্রতিনিধি।”
সম্প্রতি জোবরায় ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা থাকলে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ থাকত না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নাজুক অবস্থার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মির্জা আরফান উদ্দিন জানান, তিনি কারো প্রতিদ্বন্দ্বী হয়ে প্রার্থী হচ্ছেন না; বরং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করতে চান। তার ভাষায়, “আমার কোনো নির্দিষ্ট ইশতেহার নেই, সকলের দেওয়া ইশতেহার গুলোই আমার ইশতেহার। সামনের পথচলায় সবাইকে সঙ্গে নিয়েই এগোতে চাই।”
শিক্ষার্থীদের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা পেলে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা আরফান উদ্দিন।
