ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন বাগান বাজারের তাহিদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন বাগান বাজারের তাহিদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিনস অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন বাগান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সন্তান মো. তাহিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তাহিদুল ইসলামের বাবা মো. নুরুল ইসলাম মাস্টার এবং মা মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকেয়া আক্তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয় একাডেমিক কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং গবেষণায় বিশেষ অবদান রাখা শিক্ষকদের। প্রতি বছর পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্দিষ্ট মানদণ্ডে সেরা শিক্ষার্থীদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

এবারের আয়োজনে ২০২১, ২০২২ ও ২০২৩ সালের শিক্ষাগত কৃতিত্বের স্বীকৃতি হিসেবে মোট ৫৭ জন শিক্ষার্থী এবং গবেষণায় অনন্য অবদানের জন্য ৮ জন শিক্ষককে এ পুরস্কার দেওয়া হয়েছে। সমুদ্রবিজ্ঞান বিভাগ থেকে তাহিদুল ইসলামসহ বেশ কয়েকজন শিক্ষার্থী পুরস্কৃত হন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ।

মন্তব্য করতে হলে লগইন করুন।