চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের এলাকার দুর্গম পাহাড়ি জনপদ নয়দোলং—দীর্ঘদিন ধরে শিক্ষা থেকে বঞ্চিত ছিল এই অঞ্চলের বহু ছেলে-মেয়ে। প্রাথমিক শিক্ষা শেষ করার পরই ঝরে পড়ত অধিকাংশ শিক্ষার্থী। মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ না থাকায় অনেকে বাধ্য হয়ে শিক্ষাজীবন থামিয়ে দিতে হতো। এমন বাস্তবতায় এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতায় গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান—নয়দোলং মাধ্যমিক বিদ্যালয়।
পাহাড়ি প্রতিকূলতা, যোগাযোগ সংকট ও সীমিত সুযোগ-সুবিধার মাঝেও স্থানীয় সচেতন মানুষদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয় আজ এলাকার শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিদ্যালয়টি চালু হওয়ার পর থেকে প্রাথমিক শিক্ষা শেষে শিক্ষার্থীদের আর দূরে যেতে হচ্ছে না; নিজ এলাকাতেই তারা পাচ্ছে মাধ্যমিক শিক্ষার সুযোগ। ফলে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমে আসছে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে ছেলে-মেয়েদের মধ্যে।
এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি নয়দোলং ও আশপাশের পাহাড়ি এলাকার মানুষের স্বপ্ন ও অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন। যারা নিরলস চেষ্টা, ত্যাগ ও উদ্যোগের মাধ্যমে দুর্গম এই অঞ্চলে নয়দোলং মাধ্যমিক বিদ্যালয় গড়ে তুলেছেন, তারা সত্যিই প্রশংসার দাবিদার।
এই মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নয়দোলং মাধ্যমিক বিদ্যালয় আগামীতেও এই অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

