উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়নে কেন্দ্র উত্তরে স্থাপনের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়নে কেন্দ্র উত্তরে স্থাপনের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ বাস্তবায়নের কার্যক্রমকে স্বাগত জানালেও, নতুন উপজেলার কেন্দ্র কোথায় স্থাপন হবে—এ বিষয়টি নিয়ে এখন উত্তরের ইউনিয়নগুলোর জনগণের দাবি জোরালো হয়ে উঠেছে।

এই বিষয়কে সামনে রেখে আজ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার কেন্দ্র অবশ্যই উত্তরের ইউনিয়নগুলোতে স্থাপন করতে হবে। কারণ হিসেবে তারা উল্লেখ করেন, উত্তর ফটিকছড়ির মানুষের দুর্ভোগ লাঘব ও সমান উন্নয়ন নিশ্চিত করতে কেন্দ্র উত্তরে হওয়া জরুরি। দীর্ঘদিন ধরে প্রশাসনিক কার্যক্রমের জন্য দক্ষিণে যেতে হওয়ায় স্থানীয়দের ভোগান্তি পোহাতে হয়েছে। এবার যদি কেন্দ্র দক্ষিণ বা মধ্যাঞ্চলে স্থাপন করা হয়, তবে এ অঞ্চলের মানুষ আবারও পিছিয়ে পড়বে।

বক্তারা আরও বলেন, উপজেলার কেন্দ্র যেখানে হবে সেখানে হাসপাতাল, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প গড়ে উঠবে। ফলে কেন্দ্র উত্তরে হলে প্রকৃত অর্থে উত্তর ফটিকছড়ির উন্নয়ন ত্বরান্বিত হবে। সভায় উপস্থিত জনসাধারণ বলেন, “উত্তর ফটিকছড়ির নামে যদি উপজেলা হয়, তবে তার কেন্দ্রও অবশ্যই উত্তরাঞ্চলের ইউনিয়নে হতে হবে। এতে এলাকার মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হবে এবং উন্নয়ন সঠিকভাবে বন্টিত হবে।”

স্থানীয়রা সরকারের দৃষ্টি আকর্ষণ করে জানান, প্রশাসনিক, ভৌগোলিক ও সামাজিক দিক বিবেচনা করে উপজেলাকেন্দ্র উত্তরের ইউনিয়নেই স্থাপন করতে হবে। নচেৎ “ফটিকছড়ি উত্তর উপজেলা” নামের যথার্থতা হারাবে বলে মন্তব্য করেন তারা।

মন্তব্য করতে হলে লগইন করুন।