বাগান বাজার ইউনিয়ন এর কৃতি শিক্ষার্থী আরওয়া আফনান আরাধ্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত শিশু ও কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় চট্টগ্রাম-২ আঞ্চলিক পর্বে কবিতা (ক-শাখা) বিভাগে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য “ইয়েস কার্ড” অর্জন করেছে।
আরওয়া বর্তমানে রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত। তার বাবা সাইফুল ইসলাম ভূঁইয়া ও মা লুৎফন নাহার লুনা মেয়ের এ সাফল্যে উচ্ছ্বসিত।
এ অর্জন আরওয়ার ভবিষ্যৎ সাফল্যের পথে এক অনুপ্রেরণাদায়ক অধ্যায় হয়ে থাকবে বলে আশা করছেন শিক্ষক ও এলাকাবাসী।

