বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি’ শীর্ষক সেমিনারে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণে বিশেষ অবদানের জন্য বাগান বাজারের কৃষি উদ্যোক্তা মো. আব্দুল হালিমকে “উদ্যোক্তা সম্মাননা স্মারক” প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া।
সেমিনারটি অনুষ্ঠিত হয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে মো. আব্দুল হালিম বলেন, “নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে এ স্বীকৃতি আমার অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে আরও উন্নত কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষিকে এগিয়ে নিতে চাই।”
