গতকাল (২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার) বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের পাশে পুকুরে ডুবে নাহিদ (১৬) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। তবে এ ঘটনায় উদ্ধার তৎপরতার সময় যে মানবিক দৃশ্য সামনে এসেছে, তা স্থানীয়দের হৃদয়ে গভীর দাগ কেটেছে।
নিহত নাহিদ নতুন বাজার (চিকনেরখীল) এলাকার কামাল হোসেনের একমাত্র ছেলে এবং বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। দুপুরে বিদ্যালয়সংলগ্ন পুকুরে ডুবে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
উদ্ধার অভিযানে বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেন নয়ন ও একাডেমিক হিসাবরক্ষক ফিরোজ শাহ নিজ নিজ অবস্থান ও পোশাকের তোয়াক্কা না করে সরাসরি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। শত শত মানুষের সামনে তাঁরা নিস্তেজ দেহ কাঁধে নিয়ে প্রাণপণ চেষ্টা চালান তাকে জীবিত ফিরিয়ে আনার।
স্থানীয়রা বলছেন, এ দৃশ্য প্রমাণ করে নেতৃত্ব মানে শুধু দায়িত্বশীল আসনে বসা নয়, বরং মানুষের বিপদে আগে এগিয়ে আসাই প্রকৃত নেতৃত্বের পরিচয়।
এ ঘটনার পর থেকে এলাকায় আলোচনা চলছে, মানবিক সমাজ গড়তে চাইলে ভালো কাজের স্বীকৃতি দিতেই হবে।
সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীদের মতে, সহজ-সরল ও লাজুক স্বভাবের নাহিদের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

