বাগান বাজারের চিকনছড়ার সন্তান জুবায়ের আহমেদ সৌদি আরবে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি দেশটির একটি স্থানীয় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, জুবায়েরের অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে জুবায়ের আহমেদের দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী দোয়া কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য মানুষ তাঁর আরোগ্য কামনা করে দোয়ার আহ্বান জানাচ্ছেন।
মানবিক সহানুভূতির অংশ হিসেবে অনেকে জুবায়েরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া প্রার্থনা করেছেন।
