বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পে চ্যাম্পিয়ন বাগান বাজারের জাহিদুল ইসলাম

বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পে চ্যাম্পিয়ন বাগান বাজারের জাহিদুল ইসলাম

সম্প্রতি অনুষ্ঠিত ২০২৫-২৬ সালের বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাগান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃতিসন্তান মো: জাহিদুল ইসলাম। ১৫ ব্যাটালিয়ন বিএনসিসির এই মেধাবী ক্যাডেট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

একই সঙ্গে সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি একটি হানা অভিযানে (Attack on Fixed Objective) অংশগ্রহণ করেন। ২০২৫ সালের ৭ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টায় ১১, ১২ ও ১৫ ব্যাটালিয়নের প্রশিক্ষিত ক্যাডেটদের সমন্বয়ে অনুষ্ঠিত এই হানা অভিযানে ক্যাডেট সার্জেন্ট আকিবুল হাসানের নেতৃত্বে আক্রমণ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী আক্রমণ শেষে ক্যাডেটরা দ্রুত নিজ নিজ অবস্থানে ফিরে আসে।

এই অভিযানে মো: জাহিদুল ইসলাম সফলভাবে Oil Drum Disposal Commander হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে দলটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুর উপর আক্রমণ পরিচালনা করে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

অভিযান চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি; কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন এবং ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর মো: রাফিকুল হাসান রাফি।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত স্টাফ সদস্যবৃন্দ এবং ১১, ১২ ও ১৫ ব্যাটালিয়নের সিনিয়র ও জুনিয়র ক্যাডেটরা।

বাগান বাজারের তরুণ ক্যাডেট জাহিদুল ইসলামের এই অর্জন এলাকায় গর্বের প্রতীক হয়ে উঠেছে। তাঁর এই সাফল্যে পরিবার, বন্ধু-বান্ধব ও স্থানীয়রা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

মন্তব্য করতে হলে লগইন করুন।