বাগান বাজারে অনুপ্রেরণার আলো ছড়ালো ভূজপুর স্টুডেন্টস ফোরাম

বাগান বাজারে অনুপ্রেরণার আলো ছড়ালো ভূজপুর স্টুডেন্টস ফোরাম

“Future Forward” প্রোগ্রামে বাগান বাজারে অনুপ্রেরণার আলো ছড়ালো ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম। ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চট্টগ্রামের বাগানবাজারের অন্তর্গত নতুনবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শনিবার অনুষ্ঠিত হয়েছে “Future Forward” শীর্ষক উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক মোটিভেশনাল প্রোগ্রাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি উসমান আল মাহাদী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিছবাহ ও দপ্তর সম্পাদক মুনসুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চবির অন্যতম উপদেষ্টা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইউএসটিসির এডজাংক্ট ফ্যাকাল্টি জনাব মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও আইআইইউসির এডজাংক্ট ফ্যাকাল্টি জনাব মেহেদী হাসান, চট্টগ্রাম সরকারি কলেজের প্রভাষক জনাব কবির হোসাইন, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শফিকুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা জনাব ফরিদুল ইসলাম চৌধুরী এবং কৃষি ব্যাংকের কর্মকর্তা জনাব মোহাম্মদ জয়নাল।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূজপুর স্টুডেন্টস’ ফোরামের সাবেক সভাপতি আহমেদ হানিফ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস সানি মুন্না, জিনারহাট ফাজিল মাদ্রাসার প্রভাষক জনাব আজিজুল হক সাইফ, ফোরামের কার্যনির্বাহী কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাত লাকি, আইটি বিষয়ক সম্পাদক শাহরুখ রহিস, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট, শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের প্রতিটি সফলতার মূল হলো সঠিক দিকনির্দেশনা ও অটল পরিশ্রম। শিক্ষার্থীদের এখন থেকেই লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য অর্জনে অবিচল থাকতে হবে। তারা বলেন, “ভবিষ্যৎ প্রজন্মই দেশের প্রকৃত সম্পদ, তাদের মেধা ও দিকনির্দেশনাই গড়ে তুলবে একটি শিক্ষিত ও দক্ষ সমাজ।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সচেতনতা তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, “Future Forward” প্রোগ্রামের এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে, যাতে গ্রামের শিক্ষার্থীরাও সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণার সুযোগ পায়

মন্তব্য করতে হলে লগইন করুন।