গজারিয়া টাইগার একতা সংঘের উদ্যোগে আয়োজিত জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজ শুক্রবার গজারিয়া জেবুন্নেসাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ নেয় রহমতপুর সেতু নির্মাণ ক্লাব ও বন্ধুমহল একাদশ।
দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। খেলার প্রথমার্ধে রহমতপুর সেতু নির্মাণ ক্লাব ০২ (দুই) গোল করে খেলায় এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শেষ ভাগে রহমতপুর সেতু নির্মাণ ক্লাবের আবারো গোলে খেলায় একচেটিয়া এগিয়ে যায় রহমতপুর সেতু নির্মাণ ক্লাব। নির্ধারিত সময় শেষে ৩-০ গোল ব্যবধানে রহমতপুর সেতু নির্মাণ ক্লাব জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা ও অতিথিবৃন্দ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক থেকে দূরে রাখা ও সামাজিক সম্প্রীতি জোরদার করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্য, পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের পারফরম্যান্স ও দর্শকদের উৎসাহে মাঠ ছিল উৎসবমুখর।

