
ডা. মোছাম্মৎ ফয়েজুন্নেছা একজন দক্ষ ও অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সনোলজিস্ট। তিনি গর্ভবতী মায়েদের নিয়মিত সেবা, নারীদের হরমোনজনিত সমস্যা ও বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশেষ পারদর্শী।
তিনি গর্ভের সময় মায়ের নানা রকম সমস্যা, সন্তান না হওয়া বা হরমোনের গোলমাল, ডিম্বাশয়ে পানি জমা (পলিসিস্টিক ওভারি), মাসিক অনিয়ম, জরায়ু বা জরায়ুমুখে টিউমার, সন্তান নিতে বা না নিতে পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ, তলপেটে ইনফেকশন বা ব্যথা (পেলভিক ইনফ্লেমেশন), মেয়েদের বিভিন্ন স্ত্রীরোগ ও হরমোনের সমস্যা, প্রস্রাবের রাস্তায় সংক্রমণ বা প্রস্রাব ধরে রাখতে না পারা, গাইনী অপারেশন এবং পেটের ভিতরের সমস্যা দেখার জন্য আল্ট্রাসনোগ্রাফি (সনো) পরীক্ষা করাসহ চিকিৎসা করেন।