বাগান বাজার ইউনিয়নের ইসলামপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাম্য ডাক্তার ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ডা. মোহাম্মদ ইউনুস মিয়া (সুমন মেম্বার)-এর জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছিল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় চিকনছড়া উচ্চ বিদ্যালয় মাঠে। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ অংশ নেন। চারপাশে ছিল কান্নার সুর—অশ্রুসিক্ত চোখে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানান এলাকাবাসী।
জানাজায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, “সুমন মেম্বার ছিলেন একজন মানবিক, বিনয়ী ও সেবাপরায়ণ মানুষ। ব্যবসা, চিকিৎসা ও সমাজসেবার মাধ্যমে তিনি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।”
উল্লেখ্য, ডা. ইউনুস মিয়া (সুমন মেম্বার) গতকাল (১৩ অক্টোবর) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে চট্টগ্রাম সি.এস.সি.আর হাসপাতালে নেওয়া হলে রাত ১১:০০ টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে ইসলামপুর ও সর্বপরি বাগান বাজার ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দোয়া করেছেন—আল্লাহ তাআলা যেন প্রিয় মানুষটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন।
