হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ে চার শিক্ষককে সংবর্ধনা ও প্রয়াতদের স্মরণে আবেগঘন অনুষ্ঠান

হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ে চার শিক্ষককে সংবর্ধনা ও প্রয়াতদের স্মরণে আবেগঘন অনুষ্ঠান

চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত চার শিক্ষককে বিদায় সংবর্ধনা ও প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে এক বর্ণিল ও আবেগঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয় পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের অবদান ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সিনিয়র শিক্ষক শংকর কুমার চক্রবর্তী, নুরুল করিম, মো. জাকির হোসেন ও মো. শহিদ উল্ল্যাহকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট, ফুল, উপহার সামগ্রী ও নগদ অর্থ দিয়ে সংবর্ধনা জানানো হয়। বক্তারা তাঁদের শিক্ষা বিস্তারে অবদান, শিক্ষার্থীদের প্রতি মমতা এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এছাড়া বিদ্যালয়ে কর্মরত অবস্থায় অথবা অবসরোত্তর সময়ে মৃত্যুবরণ করা সাতজন শিক্ষক ও দুইজন কর্মচারীকে দেওয়া হয় মরণোত্তর সম্মাননা। সম্মানপ্রাপ্ত প্রয়াতরা হলেন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আবদুচ ছালাম, সাবেক প্রধান শিক্ষক বাবু নির্মল চন্দ্র সান্দার, শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মো. মোশারফ হোসেন, নুর মোহাম্মদ আল কাদেরী, তপন কুমার দাস, মো. সিরাজুল ইসলাম এবং অফিস সহায়ক আবদুল মোতালেব ও মো. ইউসুফ আলী নান্নু। তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শফিউল আলমের সভাপতিত্বে এবং স্মরণসভা ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব অধ্যাপক হাসান মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সংবর্ধিত শিক্ষক ও প্রয়াতদের স্বজনসহ প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন।

প্রতিষ্ঠার অর্ধশতাব্দী পূর্তির প্রেক্ষাপটে এই আয়োজন হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকর্মী ও শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে এক আবেগময় মিলনমেলা। অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে অংশ নেওয়া সবার হৃদয়ে এ আয়োজন রেখে যায় গভীর কৃতজ্ঞতার স্মৃতি।

মন্তব্য করতে হলে লগইন করুন।