ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন উপজেলা গঠনের পথে সরকার

ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন উপজেলা গঠনের পথে সরকার

সরকার প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন একটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের খসড়া প্রস্তাব অনুযায়ী, ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা সৃষ্টি করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরই নিকার বৈঠকের দিন নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং দুটি নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। ওই বৈঠকেই ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা সৃষ্টির প্রস্তাব গৃহীত হয়।

বর্তমানে ফটিকছড়ি উপজেলার আয়তন ও জনসংখ্যা চট্টগ্রামের অন্যতম বৃহৎ। বিশাল ভৌগোলিক এলাকা এবং প্রশাসনিক জটিলতা কমাতে এ উপজেলা বিভক্ত করার পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন উপজেলা গঠিত হলে স্থানীয় জনগণ প্রশাসনিক সেবা আরও দ্রুত পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর পাশাপাশি কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ গঠনের প্রস্তাবও চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তবে প্রশাসনিক পুনর্বিন্যাসকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেক বিশেষজ্ঞের মতে, নতুন বিভাগ ও উপজেলা গঠনের ফলে জনসেবার মান উন্নত হলেও এতে সরকারি ব্যয় বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য করতে হলে লগইন করুন।