ব্রিটিশ দম্পতির ব্যাগ ফেরত দিয়ে দুবাইয়ে সম্মাননা পেলেন ফটিকছড়ির সন্তান আজিজ

ব্রিটিশ দম্পতির ব্যাগ ফেরত দিয়ে দুবাইয়ে সম্মাননা পেলেন ফটিকছড়ির সন্তান আজিজ

ফটিকছড়ির শাহনগর গ্রামের আজিজুদ্দীন তালুকদার (৩৬) প্রবাসে থেকেও দেখালেন অসাধারণ সততা। এক ব্রিটিশ দম্পতির হারানো ব্যাগ মালিকদের কাছে ফেরত দিয়ে তিনি সম্মানিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশের পক্ষ থেকে।

জানা যায়, দুবাইয়ের নায়েফ গোল্ড সুক বাজারে কর্মরত আজিজ ভাড়ায় গাড়ি চালানোর সময় ওই ব্রিটিশ দম্পতিকে আতানা হোটেলে পৌঁছে দেন। পথে এক রেস্তোরাঁয় খাবারের পর হোটেলে নামার সময় দম্পতি গাড়িতে ফেলে যান একটি হাতব্যাগ, যাতে ছিল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় কাগজপত্র।

পরদিন নায়েফ থানার ডাক পেয়ে আজিজ ব্যাগসহ সেখানে হাজির হন এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে তা মালিকদের হাতে তুলে দেন। দম্পতি কৃতজ্ঞতা স্বরূপ নগদ অর্থ দিতে চাইলে তিনি তা ফিরিয়ে দেন।

সততা ও দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে দুবাই পুলিশ তাকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করে। প্রবাসের মাটিতে এমন মানবিকতার নজির স্থাপন করে আজিজ শুধু নিজের নয়, বরং দেশেরও সুনাম উজ্জ্বল করেছেন।

তিনি প্রমাণ করেছেন—মানুষের প্রকৃত পরিচয় অর্থে নয়, বরং সততা ও নৈতিকতায়।

  1. User Avatar
    মোঃ ইউসুফ মিয়া

    অভিনন্দন

  2. User Avatar
মন্তব্য করতে হলে লগইন করুন।