সভাপতি মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামকে নিয়ে স্বপ্নের ফটিকছড়ি বাগান বাজার ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ ও সমাজ উন্নয়নের লক্ষ্যে “স্বপ্নের ফটিকছড়ি” উদ্যোগে গঠিত হয়েছে বাগান বাজার ইউনিয়ন কমিটি। নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মনিরুল ইসলাম। আগামী এক বছরের জন্য ঘোষিত এ কমিটি বাগান বাজারের তরুণ সমাজকে একত্রিত করে স্থানীয় উন্নয়ন ও সামাজিক উদ্যোগে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মামুন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহরিয়ার আহমেদ সোহেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আহসান হোসেন সাকিব, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ মাইনুদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মহি উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ ইউসুফ উনি এবং ইভেন্ট ও পরিকল্পনা সম্পাদক মোঃ মোশারফ হোসেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়া নাফিজ, মোঃ জাহিদ, মোঃ সোলেমান ও মোঃ সাদ্দাম হোসেন।
সংগঠনের প্রেসিডেন্ট ইঞ্জি. নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্না স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বপ্নের ফটিকছড়ি বাগান বাজার ইউনিয়ন কমিটি সমাজের ইতিবাচক পরিবর্তন, শিক্ষা-সংস্কৃতি চর্চা, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে।

