বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে ‘অন্বেষণ মেধাবৃত্তি-২০২৫’-এ সাফল্য অর্জন করল চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী ।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফটিকছড়ি (উত্তর) উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘অন্বেষণ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এর ফলাফল প্রকাশিত হয়েছে।
ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে— রিজোয়ানা আকতার টেলেন্টফুল (সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত) বৃত্তি অর্জন করেছে। নুর মোহাম্মদ, রিয়াদুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস অহনা সাধারণ বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
অন্বেষণ মেধাবৃত্তি পরীক্ষায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। ফলাফল অনুযায়ী প্রতিটি শ্রেণিতে টেলেন্টফুল ও সাধারণ বৃত্তিতে নির্বাচিত মোট ১৯ জন শিক্ষার্থী করে মোট ৮০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করার লক্ষ্যে প্রতিবছর এ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, “এ সাফল্য আমাদের জন্য গর্বের। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের দিকনির্দেশনা ও অভিভাবকদের সহায়তায় আগামী বছর আরও ভালো ফলাফল অর্জন করাই আমাদের লক্ষ্য।”

