বাগান বাজার ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন হাঁসিমুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে গার্ডের বাজার আল-আকসা মহিলা মাদ্রাসায় একটি ডিজিটাল সাইনবোর্ড এবং একটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) এসব উপকরণ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল হালিমের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঁসিমুখ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহির মির্জা, কোষাধ্যক্ষ এমরান হোসেন, নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম ও ওমর ফারুক।
সংগঠনের সদস্যরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ছোট ছোট সহায়তাও বড় ভূমিকা রাখতে পারে—এ বিশ্বাস থেকেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এমন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

