রামগড়ে সড়ক সংস্কারের দাবিতে কর্দমাক্ত সড়কে মানববন্ধন ও চারা রোপণ করে প্রতিবাদ

রামগড়ে সড়ক সংস্কারের দাবিতে কর্দমাক্ত সড়কে মানববন্ধন ও চারা রোপণ করে প্রতিবাদ

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রধান সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী অনন্য ধরনের কর্মসূচি পালন করেছে। সোমবার সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সোনাইপুল বাজার পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় জনসাধারণ মানববন্ধন ও প্রতীকী চারা রোপণ করে প্রতিবাদ জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রামগড়ের প্রধান সড়কটি কর্দমাক্ত ও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে, তবুও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত সময়ের মধ্যে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সোনাইপুল বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শুরুর দাবি জানান।

মন্তব্য করতে হলে লগইন করুন।