শান্তিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভবন নির্মাণকাজের উদ্বোধন

শান্তিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভবন নির্মাণকাজের উদ্বোধন

বাগানবাজার ইউনিয়নের শান্তিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নিজস্ব অর্থায়নে নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্বোধন করেন মাদ্রাসার আজীবন দাতা মো. আবুল হাসেম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান শুধু দ্বীনি শিক্ষার কেন্দ্র নয়, নৈতিক ও মানবিক মানুষ গড়ার কারখানা। এই মাদ্রাসার উন্নয়নে আজীবন দাতা হিসেবে পাশে থাকতে পেরে আমি গর্বিত। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে।” তিনি ভবিষ্যতেও মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাদ্রাসার সভাপতি মো. আবদুল হক বলেন, “শান্তিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় দ্বীনি ও সাধারণ শিক্ষার আলো ছড়িয়ে আসছে। নিজস্ব অর্থায়নে একাডেমিক ভবন নির্মাণ আমাদের জন্য একটি গর্বের বিষয়। এতে শিক্ষার্থীদের আসন সংকট দূর হবে এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে।”

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. অলি উল্যাহ চৌধুরী বলেন, “এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সময় যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। দাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মাদ্রাসা আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আজীবন দাতা ও প্রভাষক মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. নিজাম উদ্দিন, মো. আবদুর রাজ্জাক, মো. আলমগীর হোসেন, মনির হোসেন মনু ও মো. আলী সাগর।বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করতে হলে লগইন করুন।