বাগান বাজার ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে সামনে রেখে প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক, ইউপি সদস্যবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বাগান বাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির মাঝে সরকারি অনুদান প্রদান করা হয়।
এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসক পূজার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বাগান বাজার ইউনিয়ন পরিষদে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
