চট্টগ্রামের হাটহাজারীর বড়দীঘির পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্য দেলোয়ার হোসেন (বাগান বাজার ইউনিয়ন) নিহত হয়েছেন। আজ সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলিফ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহত দেলোয়ার হোসেনের বাড়ি ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের মতিননগর এলাকার চিকনছড়া অংশে বলে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানায়, শান্ত-স্বভাবের দেলোয়ারের মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

