ফেনী সাহিত্যাঙ্গনের পরিচিত নাম, লেখক ও সাংবাদিক নুরুল আমিন হৃদয়। বাগান বাজারের এই কৃতি সন্তান আবারও দায়িত্ব পেলেন লেখক ফোরাম ফেনীর সভাপতি হিসেবে। গত ১ অক্টোবর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনটির কার্যকরী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। সেখানে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন নুরুল আমিন হৃদয় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম।
২০১৩ সালে গঠিত লেখক ফোরাম ফেনীর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নুরুল আমিন হৃদয়। সংগঠনের শুরু থেকে তিনি তরুণ লেখক, কবি ও সাংবাদিকদের একত্রিত করে সাহিত্য চর্চার একটি মঞ্চ তৈরি করেছেন। গত এক দশকে ফেনীতে লেখালেখি, সাহিত্য আলোচনার আসর, প্রকাশনা ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে ফোরামটি তরুণ প্রজন্মের কাছে একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
নুরুল আমিন হৃদয়ের হাত ধরে লেখক ফোরাম আজ একটি সুসংগঠিত সাহিত্যকেন্দ্রে পরিণত হয়েছে। সভাপতি হিসেবে তাঁর আগের দায়িত্ব পালনকালে বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতা, বই প্রকাশনা অনুষ্ঠান এবং লেখক-পাঠক মিলনমেলা আয়োজন করা হয়, যা ফেনীর সাহিত্যাঙ্গনে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।
এই মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হক শামীম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সৈকত রায়হান, সুমন নুর, বকুল আক্তার দরিয়া, সৌরভ পাটোয়ারি, আবদুস সালাম, ইব্রাহিম রাফি, আরিয়ান মজুমদার, সফিকুল ইসলাম, কামরুল মজুমদার ও সাইদুল ইসলাম।
সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে ফেনীর তরুণ প্রজন্মকে আলোকিত করতে নতুন কমিটি কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত নুরুল আমিন হৃদয় জানান, “লেখালেখি শুধুমাত্র ব্যক্তিগত প্রতিভার বিকাশ নয়, এটি সমাজ গঠনেরও একটি হাতিয়ার। ফোরামের মাধ্যমে আমরা সেই দায়িত্ব আরও আন্তরিকভাবে পালন করতে চাই।”
