ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু, দুইজন হাসপাতালে

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু, দুইজন হাসপাতালে

ফটিকছড়িতে ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু—জান্নাতুল আইবি (৫) ও ওয়াসিফা (২)—গুরুতর আহত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টিলাপাড়া এলাকায় জগির বাবুর্চির ভাড়া ঘরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম উপজেলার ৮ নম্বর ওয়ার্ড পুকুরপাড়া এলাকার মো. বাদশার ছেলে। বাদশা গত এক মাস ধরে ওই ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। আহত জান্নাতুল আইবি স্থানীয় মো. আইয়ুবের কন্যা এবং ওয়াসিফা পেয়ারুল ইসলামের কন্যা। তারা একই ভাড়া বাড়িতে দীর্ঘ এক বছর ধরে বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাড়া বাড়ির নিচতলায় খেলার সময় শর্ট সার্কিট থেকে সৃষ্ট বিদ্যুতায়িত তারে স্পর্শ করলে তিন শিশু একসঙ্গে বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করলেও ইব্রাহিমকে বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় কোরবান সর্দার বলেন, “ঘরের সিঁড়ির নিচে বিদ্যুতের তারে শর্ট সার্কিট হলে তিন শিশু খেলার সময় স্পর্শ করে ফেলে। প্রতিবেশীরা দ্রুত সংযোগ কেটে ফেলার কারণে দুই শিশুকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে।”

ফটিকছড়ি থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মুজিবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—সিঁড়ির নিচে খেলার সময় শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য করতে হলে লগইন করুন।