বাগান বাজারের কৃতি সন্তান মো. সামিউল আলম (সামিউল আলম সামি) আন্তর্জাতিক পর্যায়ে এক গৌরবময় সাফল্য অর্জন করেছেন। তাঁর গবেষণাপত্র “Teacher-Guided One-Shot Pruning via Context-Aware Knowledge Distillation” সম্প্রতি গৃহীত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মেলন IEEE International Conference on Big Data (BigData 2025)-এ।
উল্লেখ্য, IEEE BigData সম্মেলনটি বিশ্বব্যাপী ডেটা মাইনিং ও বিশ্লেষণ বিষয়ক সকল কনফারেন্সের মধ্যে গুগল স্কলার অনুযায়ী ৮ম স্থানে অবস্থান করছে। এবছর সম্মেলনের পেপার অ্যাকসেপ্টেন্স রেট ছিল মাত্র ১৮.৮%, অর্থাৎ প্রতি ১০০টি প্রস্তাবিত গবেষণার মধ্যে গৃহীত হয়েছে মাত্র ১৯টি। এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে চীনের ম্যাকাও শহরে, যেখানে সামিউল ও তাঁর দল তাদের গবেষণা উপস্থাপন করবেন।
এই গবেষণাটি মূলত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (NSU) Apurba-NSU R&D Lab-এ সম্পাদিত হয়। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাবীল মোহাম্মদ, যিনি গবেষণাটিকে দিকনির্দেশনা দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত। সামিউলের সহ-গবেষক হিসেবে কাজ করেছেন শারজিল খান, অমৃতজিত বিশ্বাস, ড. শাফিন রহমান এবং ড. ফুয়াদ রহমান।
সামিউল জানান, গবেষণাটি তাঁর CSE-465 (Pattern Recognition) কোর্সের অংশ হিসেবে শুরু হয়েছিল। তিনি বলেন— “আমি এখনো মনে করতে পারি কত ঘণ্টা পরিশ্রম ও অধ্যবসায় লেগেছিল এই গবেষণাটি সম্পন্ন করতে। আলহামদুলিল্লাহ, সেই পরিশ্রম আজ সফল হয়েছে।”
তিনি আরও তাঁর সহলেখক শারজিল খান ও সিনিয়র অমৃতজিত বিশ্বাস-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁদের অমূল্য সহায়তা ও দিকনির্দেশনার জন্য।
উল্লেখযোগ্য বিষয় হলো, সামিউল বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বাগান বাজারের মতো প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীর আন্তর্জাতিক পরিসরে গবেষণাপত্র গৃহীত হওয়া নিঃসন্দেহে এলাকার জন্য এক গৌরবের বিষয়।
বাগান বাজারের তরুণ প্রজন্মের কাছে সামিউল ইসলামের এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

