বাগান বাজারে পুকুরে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

বাগান বাজারে পুকুরে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

বাগান বাজার এলাকায় বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরে ডুবে নাহিদ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ নতুন বাজার (চিকনেরখীল) এলাকার কামাল হোসেনের একমাত্র ছেলে এবং বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে ডুবে গেলে তাকে স্থানীয়রা উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠী ও প্রতিবেশীদের মতে, নাহিদ ছিলো অত্যন্ত সহজ-সরল ও লাজুক স্বভাবের। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করতে হলে লগইন করুন।