বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে ছাত্র আব্দুল্লাহ আল নাহিদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে ছাত্র আব্দুল্লাহ আল নাহিদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

চট্টগ্রামের ফটিকছড়ির বাগান বাজার এলাকায় পুকুরে ডুবে নাহিদ (১৬) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছিলো। ২ অক্টোবর দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ নতুন বাজার (চিকনেরখীল) এলাকার কামাল হোসেনের একমাত্র ছেলে এবং বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে সাঁতার কাটতে নেমে নাহিদ ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠী ও প্রতিবেশীদের মতে, নাহিদ ছিলেন অত্যন্ত সহজ-সরল, ভদ্র ও লাজুক স্বভাবের একজন মেধাবী ছাত্র। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

নাহিদের মৃত্যুতে বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক রাজীব স্যার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. বেলাল হোসেন নয়ন। মরহুম নাহিদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর পিতা কামাল উদ্দিন, মামা নেজাম, মাহিন ও নুর উদ্দিন।

শোকসভায় বক্তারা বলেন, “নাহিদের মৃত্যু শুধু পরিবার নয়, পুরো বিদ্যালয় ও এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি।” শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করতে হলে লগইন করুন।