দাঁতমারা ইউনিয়নে পানিতে ডুবে মারা গেছে এক কলেজশিক্ষার্থী। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নিজ বাড়ির সামনে পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মুহাম্মদ শাহা আলম অন্তর (২০)। তিনি স্থানীয় মুহাম্মদ মানিক প্রকাশ ‘পুলিশ মানিক’-এর ছেলে। সদ্য কলেজ জীবন শেষ করে অনার্সে ভর্তি হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, জুমার নামাজের আগে বাড়ির ছোটদের সঙ্গে গোসল করতে নামে অন্তর। হঠাৎ পানিতে তলিয়ে গেলে সঙ্গে থাকা ছোটরা চিৎকার শুরু করে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
চাচাতো ভাই নাহিদ বলেন, “অন্তর প্রায়ই বলত, অনার্সে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করবে। কত স্বপ্ন ছিল ওর! আল্লাহ কেন এভাবে নিয়ে গেলেন, বোঝা যাচ্ছে না।”
হঠাৎ এ মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে পুরো এলাকায়। গ্রামের মানুষজন বলছেন, অন্তরের অকাল মৃত্যুতে হারিয়ে গেল এক সম্ভাবনাময় জীবন, স্তব্ধ হয়ে গেল অনেক স্বপ্ন।
