চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নে সম্প্রতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশের ভিন্ন ভিন্ন অভিযানে দুইটি বড় মাদক চালান আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ মাদকদ্রব্যসহ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক স্থানীয় পার্বত্য এলাকা ও চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে।

